-ইস্রাফিল আকন্দ (রুদ্র)
গতকাল রাতে চাঁদের হাঁটে গিয়েছিলাম,
সেখানে দেখি তুমি পটল বিক্রি করছো!
পটল ক্রয় করার মতো যথেষ্ট অর্থ ছিল না,
তাই ভালোবাসাও বিনিময় হলো না
সকালের নরম রোদে তুমি গলে যাও
অথচ তোমাকেই বিশ্বাস করি নানান ভরসায়।
আমার জ্বরের ঘোরে তোমাকে দেখেছি আজও,
ঘোরে নয় সত্যি।
যতদিন আমার জ্বর ততদিন-ই তোমার আগমন ঘটেছিল যদিও থাকো চাঁদের হাঁটে;
আর কিছুদিন জ্বরটা থাকুক,
এই উসিলায় তোমাকে প্রত্যহ দেখতে পাবো।
কল্পনায় মিশ্রিত থাকো সবসময়,
কয়েকদিন যাবৎ সরাসরি নিয়মিত দেখা।
আজ যখন তোমার প্রস্থান ঘটেছিল তখন –
‘সোডিয়ামের দুই বাতি ও তোমার বাসস্থান চাঁদ দ্বারা গঠিত ত্রিভুজের ভূমির মধ্যবিন্দুতে তপ্ত শরীর নিয়ে দাঁড়িয়ে
কেঁপেছি আর প্রার্থনা করেছি আরো বেশি জ্বর আসুক।
তোমার-আমার (আমাদের) নিয়মিত দেখা হোক।
Add Comment