কবিতা

ফাগুন

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

-রুমানা আখতার

ভাষার মাস আসে ,
তার হাত ধরে আসে ফাগুন মাস ।
আসে রঙবেরঙের বর্ণমালার
রঙিন ফুলেল ডালি সাজানো মাস ।।

ফাগুন মাস আসে ,
আসে ভালোবাসায় মাখামাখি সময় ।
প্রজাপতির পাখায় ভর দেওয়া
আর ফুলের সুবাস মাখা দখিনা হাওয়ার
স্বপ্নিল কপোত কারুময় মাস ।

ফাগুন আসে সাথে নিয়ে
ভাষার জন্য অবারিত ভালোবাসা ,
নিয়ে আসে বোনের বুকচেরা দীর্ঘশ্বাস
আর মায়ের চোখের শুকনো কান্নার অবোধ মায়া ।
আবার কারো মনে ফাগুন জাগায়
আগামী দিনের উজ্জ্বল সোনালী উচ্ছ্বাস ।।

ফাগুন আসে , ফাগুন হাসে
ফাগুন কাঁদিয়েও যায় বার বার ,
তবু বিচ্ছেদ ছাপিয়ে মিলনের সুরে সাজায় ডালি ।
ডালে ডালে রঙের পসরায় সাজে প্রকৃতি
পাখিরা ঘর বাঁধার গানে গানে সঙ্গী খোঁজে ,
তোমার আমার মনেও স্বপ্ন সাজে আরবার
নতুন দিন বয়ে আনে সুর্যের নতুন আলোক নহর ।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30