সাময়িকী: শুক্র ও শনিবার
চেতনায় একুশ
-জাকির আবু জাফর
বাংলা ভাষা মধুর মুখর জিন্দা
যে মানে না তার জন্য নিন্দা।
যে বোঝে না তাকেই বলি বুঝতে
প্রাণের কথা জানের কথা খুঁজতে।
যে পেয়েছে বাংলা ভাষার গন্ধ
তার হৃদয়ে কলকলে আনন্দ।!
তার হৃদয়ে বাংলা সকাল হাসবে
ফেব্রুয়ারির একুশ উঠে আসবে।
বাংলা দুপুর চিলের ডানায় নামবে
আকাশ এসে গাঁয়ের ওপার থামবে
ফুলের গালে বাংলা বুলি লিখবে
শালিক দোয়েল অ আ ক খ শিখবে।
বাংলা ভাষায় জ্বলছে হুতুম দৃষ্টি
বাংলা শ্রাবণ বাংলা ভাষার বৃষ্টি।
শীত কুয়াশায় বাংলা ভাষার ঠাণ্ডা
বাংলা হয়েই মুরগী পাড়ে আণ্ডা।
প্রভাত ফেরির শোকের ভাষা কালচে
শহীদ বুকের ভাষা অকাট লালচে!
হৃদয় খুলে বলো ওভাই বোনটি
বাংলা বিনে কোন ভাষা চাও কোনটি!
বাংলা তোমার, এই কথাটি মানবে
বিশ্ব মানুষ বাংলা ভাষা জানবে!
Add Comment