কবিতা

বাবা সিরিজ

লেখকের সাথে তাঁর বাবা

সাময়িকী: শুক্র ও শনিবার

-স্বপন রেজা

[এক] তোমার পাশে থাকলে পায়ে’র মাটি ভিত জমে যায়।
তোমার পাশে থাকলে পৃথিবীর ঘ্রাণে দেহ ছুঁয়ে যায়।

[দুই] বাবা! ও বাবা, দ্যাখো- অই পাহাড়টা
আমার শৈশব ছিল। অই নদীটা আমার শৈশব ছিল। অই মাঠটা আমার শৈশব ছিল।
বয়স আমার সমান ছিল। ঠিক, আমার মতোন ছিল।

[তিন] শৈশবের আঙ্গুল বাবার হাত ছুঁয়ে যায় ঈদগাহ’র মাঠ।
সফেদ জনসমুদ্র সেজদায় গেলে-
আমি মাথা তুলে শুধুমাত্র তোমাকেই দেখেছি, বাবা। শুধুমাত্র তোমাকে।

[চার] সবুজ বৃত্তে দুলছিল প্রকৃতির
অস্তিত্ব। খুদকুঁড়া মুখে নিয়ে পাখি ডানা মেলে উড়ে গেল অবসর ঘরে।
মধ্য-দুপুর ছিল বিবর্ণ খোলস।

[পাঁচ] লিচু গাছটার কথা মনে পড়ে।
সেদিন বৃষ্টিঝরা সন্ধায় দমকা বাতাস তোমার কপালে
আদর এঁকেছিল।

[ছয়] বাড়ি ফিরলে এখন তোমার সাথে আর দেখা হয় না
বাড়ি ফিরলে এখন তোমার সাথে আর কথা হয় না।

অথচ দ্যাখো- চেয়ারে চোখ
যেতে না যেতেই তোমার আদলে তুমি একজন বসে থাকো। বসে আছো।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30