কবিতা

মায়ের কথা

সাময়িকী : শুক্র ও শনিবার

০১ অক্টোবর ২০২১


-মাহিম মৌ

ফজর হলে আযান যখন দিতো
মা বলিতেন ওঠনা খোকা;
ওযুকরে নামাজটা নে পড়ে
ওঠনা খোকা ওরে।।

নাস্তা করে ঘুরে আয়–
বাহিরে শীতল হাওয়া বয়
সেই হাওয়াতে ঘুরলে তোর
তনু মন হবে ভাল ;
সুখী হবে মনটা তোমার
জ্বলবে আসার আলো।।

যখন আমি আপন মনে
শুনিতাম মার কথা;
খুশী হয়ে মা বলিতেন
ধন্য আমার খোকা।।

মায়ের আদর পেয়ে আমার
মনটা হলো তাজা,
মায়ের কথা শুনে আজ
হালকা হল বোঝা।।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031