-কামরুল বাহার আরিফ
শতবর্ষে জাতির পিতা
শত বর্ষের মুজিব তুমি, হাজার বর্ষে সেরা
এই বাঙালির হৃদয় যেনো তোমার চেতনা ঘেরা।
এই মাটি জল আকাশ বাতাস
তোমাতেই নত যে আজ
ফুল পাখি ও সাগর নদীর
শত বর্ষেরই সাজ
তুমি অম্লান চির বিস্ময়, চির ভাস্বর।।
এই বাঙালি হারালে দিশা মুজিবেই হয় ফেরা
শত বর্ষের মুজিব তুমি, হাজার বর্ষে সেরা।
শত বর্ষের এই বাঙালির
নির্মম ইতিহাস
তাদের মুখেই দিয়েছিলে হাসি
মুক্তির উচ্ছ্বাস।।
এই বাঙালির হৃদয় যেনো তোমার চেতনা ঘেরা
শত বর্ষের মুজিব তুমি, হাজার বর্ষে সেরা।
তুমি দিয়েছিলে মুক্তির বাণী
হৃদয় গভীরে দিয়ে
শত্রু তাড়াতে বুকের রক্তে
বিজয় ছিনিয়ে নিয়ে।।
শত বর্ষের মুজিব তুমি, হাজার বর্ষে সেরা
এই বাঙালির হৃদয় যেনো তোমার চেতনা ঘেরা।
Add Comment