তরঙ্গটুডে

মুহিনের সুরে করোনা সচেতনতায় আসিফ

রেকর্ডিংয়ের ফাঁকে মুহিনের সেলফিতে আসিফ

হ্যালোডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রতিনিয়ত সচেতনতামূলক বার্তা দিয়ে চলেছেন গোটা-বিশ্বের শিল্পীরা। নতুন গান গেয়ে এবার সেই তালিকায় যুক্ত হলেন আসিফ আকবর।

মুহিনের সুরে তিনি গাইলেন সচেতনতামূলক গান ‘আসবে বিজয়’। সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন সুরকার নিজেও। সহশিল্পী হিসেবে আরও আছেন হৈমন্তী, রাজীব ও নদী। গানটি লিখেছেন জামাল হোসেন। যা আজ-কালের মধ্যে প্রকাশ পাচ্ছে রঙ্গন মিউজিক-এর ইউটিউব চ্যানেলে।

কাজটি প্রসঙ্গে সুরকার-শিল্পী মুহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের দাপটে গোটা-বিশ্ব থমকে গেছে। সচেতনতাই পারে এই মহামারি থেকে রক্ষা করতে। সেই তাগিদ থেকেই জামাল হোসেন ভাইয়ের উৎসাহে গানটি তৈরির উদ্যোগ নিয়েছি। কারণ, সাধারণ মানুষদের সচেতন হওয়ার বার্তা দেওয়া খুব দরকার। আসিফ ভাইসহ আমার অন্য কলিগরা গানটিতে অংশ নিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ।’

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30