কবিতা

মৌতাতে মেতেছে বর্ষা মেঘলা বৃষ্টি

সাময়িকী: শুক্র ও শনিবার

বৃষ্টি আজ বড় বেয়াড়া-বেপরোয়া হয়ে উঠেছে।
না, রাগে বা ক্ষোভে নয়। আনন্দে, উচ্ছ্বাসে।
এক আকাশ ভরা মেঘলা নিয়ে ছিটিয়ে ভিজিয়ে চলছে সারা চরাচর।
খিলখিলিয়ে কিলবিলিয়ে উদ্যোমে-উল্লাসে।
বৃষ্টি আজ ভিজিয়ে দিয়েছে নদীকে।
কূল ছাপি থৈথৈ নদীকে।
সারা আকাশ মেঘলায় ছেয়ে নিয়ে বৃষ্টি
আজ বড় আয়েশে ভিজিয়ে দিয়েছে লতা-
পাপড়ি, পুষ্প, পল্লব, কামিনী, আলো, ছায়াসহ সব্বাইকে।

বৃষ্টির আজ কীসের এতো উল্লাস?
কেন আজ মেঘলায় ছেয়েছে নীলাম্বর?
কীসের এতো উচ্ছাসে ভিজিয়ে দিল ঢেউ,
স্রোত আর জলকেও?
সদল-বলে বৃষ্টির কেন ঝমঝম ঝপঝপ
ছন্দের ঝলকে মুহুর্মহু পতন ক্ষণে ক্ষণে?

আচমকা দমকা শণ শণ বাতাসের ভেলায়
চড়ে ঋতু এসে কহিল আমার কানে—
ওহে বে-খবর, এবো বোঝ নাই
“কেন বৃষ্টির এতো উদ্দাম উন্মত্ততা?
কেন মেঘ এসে ছেয়েছে ঘন ভারি মেঘলায়”?
ওরে লা-খোঁজ, আজি যে বর্ষার এলো নব যৌবন?
বৃষ্টির আপন সহোদরা বর্ষার সারা অঙ্গ জুড়ে
যৌবন এসেছে বছর ঘুরে যে আবার?
তার-ই মৌতাতে মেতেছে তিন
সহোদরা আজি।
বর্ষা, মেঘলা ও বৃষ্টি।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30