-জাহিদ আকবর
শতবর্ষে জাতির পিতা
জনক আছে এই মাটির মমতায়
জনক আছে এই আলোর মুগ্ধতায়।
জনক আছে সব জলের কোলাহলে
জনক আছে সব পায়রা ফুলদলে।
জনক আছে শত সমুদ্র মিছিলে
জনক আছে শত আকাশ নীলে।
জনক আছে পুরো সাহস খাতায়
জনক আছে পুরো অসীম মায়ায়
জনক আছে ওই শিশুর হাসিতে
জনক আছে ওই প্রাণের বাঁশীতে।
জনক আছে আজো বাংলার প্রতিঘরে
জনক আছে, রবে সারা জনম ধরে।
জনক আছে বুকের খুব কাছে
জনক আছে মনের আশেপাশে।
জনক আছে মানুষের মাঝে
জনক রয়ে যাবে বুকের ভাঁজে।
Add Comment