রঙঢঙ

শারদীয় দূর্গা উৎসবে সাজটাও হোক নতুন রুপে

মডেল: রোমানা আমিন

বছর ঘুরে এলো শারদীয় দুর্গোৎসব

হ্যালোডেস্ক

শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। চলছে দুর্গা প্রতিমা গড়ার কাজ। উৎসব, তাই পোশাক কেনাকাটার বিষয়টা তো থাকেই। সে জন্য দোকান, শপিংমলগুলোও এখন মুখরিত ক্রেতাদের আনাগোনায়। উৎসবের পোশাকে বাঙালিয়ানার ধারা বজায় রাখার চেষ্টা থাকে সব সময়ই।

শারদীয় দূর্গা উৎসবের চিরায়ত নারীর ঐতিহ্যবাহী পোশাক হল শাড়ি। যদিও শাড়ি নারীদের ভিন্ন এক রুপে নিয়ে যায়। বাঙালি নারীর কাছে শাড়ি তাঁর সারা শরীর জড়িয়ে রাখা এক কাপড়ের একটা দীর্ঘ স্বপ্নখচিত জড়োয়া গয়না। শাড়ি পৃথিবীর সবচেয়ে যৌনাবেদনপূর্ণ অথচ শালীন পোশাক। শুধু শালীন নয়, রুচিসম্পন্ন, সুস্মিত ও কারুকার্যময় পোশাক।
সময়ের বিবর্তনে ফ্যাশনের দিক এখন পরিবর্তিত। নারীরা এখন হালকা আরামদায়ক আবার দেখতে আকর্ষণীয় পোশাকের দিকেই বেশি নজর দিচ্ছেন। যতই পূজার দিন এগিয়ে আসছে রাজধানীতে কেনাকাটার ধুম পড়েছে। এবারের পূজায় দেশীয় ঘরানার পোশাকের সাথে পাশ্চাত্যের পোশাকও ফ্যাশনে জায়গা করে নিয়েছে।

শাড়ি :


বিভিন্ন ফ্যাশন হাউজগুলো এবারের পূজায় শাড়ির ডিজাইনে এনেছে নতুন বৈচিত্র। গতানুগতিক ডিজাইনের বাইরে কাপড়ের সাথে মিল রেখে শাড়ির ডিজাইন করা হয়েছে। এবারের পূজায় শাড়ির নকশায় ব্লকের চাহিদা বেশি দেখা গেল। বিভিন্ন শাড়িতে বাহারি আলপনা ব্যবহার করা হয়েছে। সাদা, ক্রিম, লাল রঙের শাড়ির চল বেশি। এর সাথে শাড়ির আঁচল আর পাড়ে এমব্রয়ডারির রকমারি কাজ ক্রেতাদের আকৃষ্ট করছে। সুতির শাড়ির পাড়ে অ্যাপ্লিকের কাজ ও চুমকির কাজও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কামিজ :
বিভিন্ন গাঢ় রঙের কামিজে বাহারি নকশা করা হয়েছে। রঙের মধ্যে লাল,হলুদ ও গোলাপির চল বেশি। ফিউশনধর্মী কামিজের সাথে জরির মিশ্রণে নতুন ইমেজ আনা হয়েছে। হাতা কাটা কামিজে থাকছে দেশীয় ফ্যাশনের সাথে পাশ্চাত্যে ছোঁয়া।

ওয়ের্স্টাণ পোশাক :
এখনকার সময়ে ফ্যাশনিস্তা নারীরা ওয়েস্টার্ণ পোশাকের দিকেই বেশি ঝুঁকছে। এসব পোশাক পড়েও যেমন আরাম তেমনি সব লুকেই মানানসই। দামটাও হাতের নাগালে থাকায় মেয়েরা এসব পোশাকই কিনছে বেশি। পূজা উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউসে পাওয়া যাচ্ছে টপস, পালাজো, জিনস।

মডেল: রোমানা আমিন

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30