-অমিত গোস্বামী (কলকাতা)
শতবর্ষের বঙ্গবন্ধু
জীবন তো বেশ কেটে গেছে, কিছুদিন হয়ত বা যাবে,
স্মৃতির আধারে থাকা নীড় ভেঙ্গে যাবে নয়ত ফুরাবে।
বাল্যস্মৃতিতে সবকিছু বেঁচে থাকে সূর্যের মত,
আমার জীবনে মুজিবুর হয়ে আছে সূর্য সততঃ।
স্বাধীনতা অনেকে পেয়েছে, সংগ্রামশেষে যারা পায়
ইতিহাস বলে শার্দুল, এ মুকুট নেতাকে মানায়।
সে সময় সময়ের দাস, জমে আছে বুকে সব ঋণ
দেশ নয় দিয়েছ অশেষ, বলি আজ শুভ জন্মদিন
Add Comment