রঙঢঙ

সুখী দাম্পত্যের জন্য যে সব বিষয় মনে রাখা চাই

প্রতীকী ছবি

হ্যালোডেস্ক: একই ছাদের নিচে বছরের পর বছর কাটিয়ে দিতে চাইলে পরস্পরের প্রতি যেমন থাকতে হবে ভালোবাসা; তেমনি দায়িত্ববোধ, সম্মান ও শ্রদ্ধাবোধ থাকাও জরুরি। ছোটখাট সমস্যাগুলোকে একসঙ্গে সামলানোর মানসিকতা থাকতে হবে। জেনে নিন দাম্পত্য জীবনে সুখি থাকতে চাইলে কী করবেন আর কী করবেন না।

সহমর্মিতা
বিয়ের পর প্রথমেই একজন আরেকজনকে বুঝতে হবে। কোন কোন আচরণে আপনার সঙ্গী কষ্ট পাচ্ছে বা পেতে পারে, সেগুলো বুঝতে হবে। সঙ্গীর প্রতি দায়িত্বশীল আচরণ একে অন্যকে বুঝতে পারার পথ আরও প্রশস্ত করবে।

স্বীকৃতি
ভালো কাজের প্রাপ্য স্বীকৃতি পেতে কে-না চায়? আর যদি তা সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে আসে, তাহলে সেটি অনুপ্রেরণা দেয় আরও।

ত্যাগ স্বীকারের মানসিকতা
চলার পথে চড়াই উতরাই আসেই। ছোটখাট সমস্যা নিজেদের মধ্যে সমঝোতা করে না নিলে সেটা একসময় বড় হয়ে যায়।

সম্মানবোধ থাকতে হবে সম্পর্কে
ভালোবাসার পাশাপাশি সঙ্গীকে সম্মান করতে হবে অবশ্যই। কারোর সামনে সঙ্গীকে উপহাস করবেন না বা সঙ্গী বিব্রত হয় এমন আচরণ করবেন না।

আস্থা ও বিশ্বাস
বিয়ের ক্ষেত্রে একে অপরের উপর আস্থা ও বিশ্বাস ধরে রাখার চাইতে বড় কোনও শর্ত হতে পারে না। জীবনের সব চড়াই উতরাইয়ে একজন আরেকজনের উপর অফুরন্ত আস্থা রাখতে পারলেই সম্পর্ক ভালো থাকবে সবসময়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30