কবিতা

সুন্দর চলে যায়

সাময়িকী: শুক্র ও শনিবার

-খসরু পারভেজ

কেন জড়ালে এমন করে
বড় মিথ্যে এই মায়াজাল!

ফিরে যাও
মমতা মরেছে অনেক আগেই।

এখানে এখন
মায়ের কান্না পিতার অশ্রু ছাড়া কিছু নেই
প্রেম-ভালোবাসা
আহাজারি- হাহাকার- একাকার
হিংস্রতার ঘোলাজলে
ডুবে যায় প্রাণমুখী প্রতিবাদ
দু:খের দুপুরে
দুলে ওঠে বেনিয়ার ইতিহাস।

ওই দ্যাখো আমাকে ফেলে সুন্দর চলে যায়।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031