স্বাস্থ্যসৌন্দর্য

‘সৌন্দর্য কথা’ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী নন্দিতা

হ্যালোডেস্ক:
বাংলাভিশনের রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’র এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা।
আমরা দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সৌন্দর্য রাখার পাশাপাশি রুপচর্চার দিকে একটু বাড়তি নজর দিয়ে থাকি। সৌন্দর্য কথাটি শুনলেই চোখের সামনে ভেসে উঠবে একটি লাবন্যময় হাসিমাখা মুখের প্রতিচ্ছবি। সুন্দর হতে চায় না এমন মানুষ এই গ্রহে আছে বলে মনে হয় না। যদিও অনেকেই বলে থাকেন যে আসল সৌন্দর্য হচ্ছে মনে আর যার অভিব্যাক্তি পাওয়া যায় চোখে। তাই নিজেকে একটু সৌন্দর্যের রঙে রাঙাতে দোষের কী?

প্রতি পর্বে ফ্যাশন, সৌন্দর্য ও রূপমাধুর্য বিষয়ক নানান ধরনের টিপস নিয়ে সাজানো হয় থাকে। অনুষ্ঠানটির বিভিন্ন অংশ হলো সেলিব্রেটি তারকার অংশগ্রহণে প্রিয় মুখের পরামর্শ, এক্সপার্ট গাইডে ফ্যাশন ডিজাইনারের কথা, সৌন্দর্যের বিভিন্ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারের অংশগ্রহণে ডায়েট এন্ড ডক্টরস এবং লাইমলাইটে থাকা ফ্যাশনেবল তারকাকে নিয়ে আলোচনা ও নানা তথ্য।

অনুষ্ঠানের ফ্যাশন ফোকাস বিভাগে থাকবে হালের ফ্যাশন, ত্বকের সৌন্দর্যে ঘরোয়া টিপস ও তারকার সাথে আড্ডা ও প্রশ্ন?

সানজিদা মাহমুদ নন্দিতা

আড্ডায় তারকার কাছে উপস্থাপকের প্রশ্ন?
রূপমাধুর্য:
১. সৌন্দর্য বিষয়টাকে কিভাবে দেখা হয়?
২. ব্যক্তি নন্দিতার কাছে সৌন্দর্যটা কি?
৩. কেমন পোশাক পছন্দ?
৪. কেমন শাড়ি পছন্দ? শাড়ি পরলে কেমন গহনা পরতে পছন্দ?
৫. কার্লি হেয়ার কিভাবে মেইনটেইন করা হয়?
৬. কিভাবে এত ফিটনেস রাখা সম্ভব, বাসায় জিম করা হয় নাকি সেন্টারে?
৭. শ্যুটিং শেষে মেকআপ তোলা ও পরিচর্যা কিভাবে করা হয়?

কেনাকাটা:
১. পোশাক নিজেই ডিজাইন অনুযায়ী বানাতে দেওয়া হয়?
২. কোন রঙ পছন্দ?
৩. ফ্যাশনে কোন জিনিসের প্রাধান্য দেওয়া হয়?

শখ:
১. কী কী জিনিস কালেক্ট করা হয়?
২. কোন জিনিসের প্রতি ফেসিনেশন বেশি?

ফ্যাশন ফোকাস:
এছাড়া থাকবে এবার ঈদুল আযহাকে সামনে রেখে মার্কেটগুলোতে কি ধরনের সুজ কালেকশন আছে।

আরো দেখা যাবে একজন বিউটি এক্সপার্টের সৌন্দর্যবিষয়ক আলোচনার পাশাপাশি দর্শকদের বিভিন্ন পরামর্শ।

উপস্থাপক: নোভা

রেহানা রাহার প্রযোজনায় ও নোভার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ৯টা ০৫ মিনিটে।

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031