কবিতা

হলুদ বসন্তের ছবি

Single Person Walking on Street in the Dark Night

সাময়িকী: শুক্র ও শনিবার

-জিয়ান

পাখিরা ঘরে ফেরে নীলিমা ভ্রমণ শেষে,
আমার ঘরে ফেরার তাড়া থাকে না,
কেউ অপেক্ষার স্বপ্ন বোনে না,তবুও পাখা মেলে উড়ি,
নিবিড় নিশ্চুপ একলা ঘর আমার,
ঠিকানাবিহীন গন্তব্যে হারিয়ে যাই একান্তে,
দেখার কেউ নেই, নেই আঙিনায় দ্বীপ জ্বালাবার প্রিয়জন।
ঘাস,ফুল,লতা-গুল্ম, সবুজ পাখি, হলুদ বসন্তের ছবি আঁকি
মনের সাতরঙে, অনন্তকাল ধরে।
কিছু পেতে চাই না,আশাও করি না,
শুধু একদিন মাটির বিছানায় শুয়ে;
কামিনির শিকড় চুঁইয়ে পরা জলের সাথে
চোখের জলের সখ্য করাবো,
পোঁকায় খাওয়া শরীর, কংকালসার কামনারা
সেদিন কি নির্লজ্জতা ঘুচাবে?কে জানে,
দেখাগুলো সব মিলিয়ে যায় কোন দূর দীগন্তে,,
গোধূলির লালে মন রাঙে,
কষ্টের থৈ থৈ কালোরা মুছে দেয় প্রেম,
শেষ কোথায়, গন্তব্য কতদুর কিছুই জানা নেই,
নিরন্তর প্রতিক্ষা কার জন্য,
দিবস রজনী কার আশায় থাকি,
উত্তর মেলে না,কোন উত্তর নেই।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031