কবিতা

হাঁড়ি ও বাসনের গল্প

সাময়িকী: শুক্র ও শনিবার

০৩ ডিসেম্বর ২০২১


-সালেহ্ রনক

এই যে আমরা
পর হবো ,
ঘর হারাবো,
সব হারাবো,
শত্রু হবো ভীষণ।

জানতো ঘরের
টিকটিকিটা,
জানতো খাটের
মলিন কাঁথা,
জানতো আমার
ভাতের থালা,
জমাট ময়লা
সার্টের কলার।

না জানার মিথ্যে ছলে,
একই ঘরে-ঘৃণা ভরে,
শূন্য হৃদয়-নিপুন অভিনয়;
শুধুই আমরা পার করলাম
দিন-ক্ষণ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031