রকমারি

২৩৬ কোটি টাকার বাড়ি কিনলেন রেসলার ‘দ্য রক’

বলিউড

হ্যালোডেস্ক।।  ডোয়েইন ডগলাস জনসন। পুরো দুনিয়ার কাছে তিনি পরিচিত ‘দ্য রক’ নামেই। রেসলার কিংবা অভিনেতা, দুই পরিচয়েই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

বিশ্বের সেরা রেসলার হওয়ার পাশাপাশি সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের শীর্ষে অবস্থান তার। সব মিলিয়ে রক পার করছেন তার ক্যরিয়ারের অন্যতম সেরা সময়।

তার প্রমাণ মিললো সম্প্রতি বিলাসবহুল এক বাড়ি কেনার খবরে৷ জানা গেছে এ তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বেশ দামি একটি বাড়ি কিনেছেন। সৌন্দর্যে-নকশায় এ যেন কোনো রাজপ্রাসাদ।

যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক সংস্থা ডার্ট ডটকম তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘রক এবং তার স্ত্রী লরেন হাশিয়ান বাড়িটি কিনেছেন লস এঞ্জেলসের বেভারলি হিলসে। বাড়িটি কিনতে তাদের ব্যয় হয়েছে ২৭.৮ মিলিয়ন মার্কিন ডলার।

পুরো জায়গা মিলে বাড়িটির আয়তন ১৭ হাজার ৬০০ বর্গফুট। হলিউডের আরেক অভিনেতা পল রেজারের কাছে থেকে বাড়িটি কিনেছেন রক দম্পতি।

ডোয়াইন জনসনের এই নতুন প্রাসাদে আছে ১১টি কক্ষ এবং ৬টি শয়নকক্ষ। আছে ১টি টেনিস কোর্ট, সুইমিংপুলসহ বিশাল জিম।

প্রসঙ্গত, চলতি বছর সিনেমাসহ নিজের প্রযোজনা নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন রক। আসন্ন নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রেড নোটিশ’।

সূত্র: ইন্টারনেট

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031