তরঙ্গটুডে

করোনা থেকে মুক্ত অমিতাভ, অভিষেক এখনও হাসপাতালে

বলিউড

হ্যালোডেস্ক

অমিতাভ ভক্তদের জন্য বড় সুখবর পাওয়া গেল। খোদ অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, করোনামুক্ত তিনি; ফিরেছেন বাসায়। তবে তার ছেলে অভিষেকের ভাগ্য এখনও সুপ্রসন্ন হয়নি। হাসপাতালেই আছেন তিনি।

রবিবার (২ আগস্ট) বিকালে এক ফেসবুক পোস্টে অমিতাভ লেখেন, ‘অবশেষে আজ সকালে আমার করোনার ফল নেগেটিভ এসেছে। আমি বাসায় ফিরেছি। আমাকে কদিন আমার ঘরে একেবারের নিরবিচ্ছিন্নভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন। বিশেষ করে নানাবতী হাসপাতালের সবাইকে কৃতজ্ঞতা।’

এক টুইটে অভিষেক লেখেন, ‘সৌভাগ্যবশত আমার বাবার লেটেস্ট করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাড়ি গিয়ে বাবা এখন বিশ্রামে থাকবেন। ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য।’

আরেকটি টুইটে নিজের স্বাস্থ্যের খোঁজও জানিয়েছেন অভিষেক। লিখেছেন, ‘আমি দুর্ভাগ্যবশত কোমর্বিডিটির কারণে এখনও করোনাভাইরাস পজিটিভ। এবং হাসপাতালেই রয়েছি। আবার সবাইকে ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রতি আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য। আমি করোনা জয় করে তাড়াতাড়ি ফিরব, আরও সুস্বাস্থ্য নিয়ে, প্রমিস।’

গত ১২ জুলাই কোভিড-১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। কয়েক ঘণ্টার ব্যবধানে অভিষেক বচ্চনও ভর্তি হন।

এরপর একে একে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবরও জানা যায়। পরে তারাও কিছুদিন হাসপাতালে থেকে বাড়ি ফিরে যান।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031