কবিতা

স্থবিরতা

সাময়িকী: শুক্র ও শনিবার

-চন্দ্রশিলা ছন্দা

স্রোতস্বিনী সেই নদীটি
কেন এখন মরণ ঘেঁষা
পাড় ভাঙে না ঢেউ তোলেনা
হারায় না পথ খরস্রোতা
কার জীবনে জ্বালতে আলো
জোনাক হলো অন্ধকারে
ধিকিধিকি জ্বলতে থাকে
তুষের আগুন বারে বারে
জীবন এখন ভীষণ বোঝা
ঘরের কোণে শ্রাবণ দিন
নোনা জলে পুড়ছে আজও
তৃষ্ণা শরীর বিরামহীন।
মানুষ বলে, একটা জীবন
প্রতিক্ষণে ফোটাও ফুল
ফুলও যে হয় প্রাণঘাতী আর
সরল ফুলে গরল ভুল!
একটা জীবন ধূসর ফাগুন
মৃত সাগর অভিশাপ
একটা জীবন সুবাস দিতো
আলো দিতো এখন পাপ।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930